যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যারা

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট আইনজীবী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবু মোর্ত্তজা ছোট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতিসহ আওয়ামীপন্থীরা ৯টি ও সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদীরা ৮টি পদে জয়ী হয়েছেন। সোমবার রাতে ভোট গণনা শেষে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। মোট ৪৪২ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন ভোট দেন।

সভাপতি পদে মহাজোট আইনজীবী প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ইদ্রিস আলী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডভোকেট শেখ আব্দুল মোহায়মেন পান ১৫৬ ভোট। আর গণতান্ত্রিক আইনজীবী পরিষদের অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল পেয়েছেন ৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট ২১৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক ও মহাজোট আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন পেয়েছেন ২০৯ ভোট।

নির্বাচনে বাকি পদগুলোর মধ্যে সহ-সভাপতির দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও মহাজোট আইনজীবী প্যানেলের মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম সম্পাদক পদে মহাজোট প্যানেলের এ কিউ এম ফিরোজ আক্তার, সহকারী সম্পাদকের দুটি পদে মহাজোট প্যানেলের মিতা রহমান ও জাতীয়তাবাদী প্যানেলের আশেক মাসুক আকুঞ্জী সুমন, গ্রন্থাগার সম্পাদক পদে মহাজোট প্যানেলের এস এম নাসির আলম, কার্যকরী সদস্যের নয়টি পদে নির্বাচিত হয়েছেন মহাজোট প্যানেলের তারিক এনাম, আবু খালেক আল আসাদ লিটন, নাসিমা আক্তার রুবী, শহিদুল ইসলাম এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল করিম মণ্ডল, রেহেনা পারভীন, মাহমুদা খানম, কাজী কামরুল ইসলাম ও শাহিনা খানম মিলি।