টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ম্যাচ টেস্ট সিরিজে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইটওয়াশের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস এবং ১৮৪ রানে হারায় বাংলাদেশ। এর আগে প্রথম টেস্টে ৬৪ রানে জয় পায় টাইগাররা।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ বিজয়ে সব খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তাদেও পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিমস্পিরিট এবং তাদের অসাধারণ পারফরমেন্সে গোটা জাতি গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়ার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের কারণে এই সাফল্য এসেছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।