যশোরের চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন (৩২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌগাছা-যশোর সড়কে এ দূর্ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার পাঁচনমনা গামের আলাউদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে একটি ভ্যানের সাথে মেরে দিয়ে সড়কে পড়ে যান তিনি। পথচারীরা দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, তার শরীরে তেমন কোন আঘাত নেই। সম্ভবত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।