সাধারণ মানুষ ফুসে উঠায় দিশেহারা হয়ে গেছে শাসক দল : অমিত

যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে সাধারণ ভোটাররা আফসোসে করে বলেছেন, বিগত নির্বাচনে ভোট দেয়ার সুযোগ মেলেনি, এমনকি ভোটের জন্য দোয়াও চাননি কেউ। ভোট দেওয়ার জন্য তারা ভীষণ ভাবে আগ্রহী হয়ে উঠেছেন। তারা সকল বাধাকে জয় করে ভোট দিতে চায়। ধানের শীষের সনসংযোগ চলাকালে সাধারণ ভোটারা প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে এ অভিমত প্রকাশ করেন।

তিনি তাদের বলেন, যে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে সিল মারবেন।

যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার সকালে উপশহর ইউনিয়নে গণসংযোগ করেন।

এ সময় তিনি আরও বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ ভেতরে ভেতরে ফুসে উঠতে শুরু করেছে এবং সেটি উপলব্দি করতে পেরেই দিশেহারা হয়ে গেছে শাসক দল। তারা সীমাহীন বাঁধা সৃষ্টি করছে, প্রশাসনের লোকদের বাড়ি বাড়ি পাঠিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছে এবং তারা পুলিশকে নিজেদের অঙ্গ সংগঠন মনে করছে। কিন্তু জনগণ যাদের পক্ষে থাকে, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের পক্ষে অবস্থান নেন- এটাই স্বাভাবিক। কিন্তু এ সত্য এখনও উপলব্দি করতে পারছে না আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমাসের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, থানা বিএনপির সভাপতি নূরুন নবী, জেলা কৃষক দলের সভাপতি হাসান ছালে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান নান্নু, এড আমিনুর রহমান, এড মুক্তাদিরুল হক, যুবনেতা কবির হোসেন, আলমগীর হোসেন, বুলবুল প্রমূখ।

বিকেলে ধানের শীষের প্রাথী অমিত বারান্দীপাড়ার সরদার পাড়া, ফুলতলা, লিচুতলাসহ শহরের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। এ সময় তাঁর সাথে এলাকার মানুষ ছাড়াও প্রার্থীর বড় ভাই শান্তনু ইসলাম সুমিত প্রচারণায় অংশ নেন।