আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকেই যশোরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালায় তারা। এসময় গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়।
সরোজমিনে গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর ৩ ই বেঙ্গলের সদস্যরা সকাল থেকে যশোর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এ সময় মনিহার নিউমার্কেট রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।