যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০) নামের স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। তিনি চুকনগর বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে ও কেশবপুর ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছেন, সোমবার সকাল ১১ টাক দিকে জাহিদুল চুকনগর বাজার থেকে মোটরসাইকের চালিয়ে কেশবপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে নূরানিয়া মহিলা মাদ্রাসার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সাথে তার সংসর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।