যশোরে স্ত্রীর শ্লীলতাহানিতে বাধা দেয়ায় এক ব্যক্তি জখম

যশোরে স্ত্রীর শ্লীলতাহানিতে বাধা দেয়ায় শাহ-আলম কবির (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে শহরের ষষ্টিতলা পাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি শার্শা উপজেলার বারোপোতা ইউনিয়নের কদমতলা গ্রামের আলী হোসেনের স্ত্রী ও শহরের ষষ্ঠিতলা পাড়ায় হাজী মহসিন সাহেবের বাড়ির ছাত্রবাসের ভাড়াটিয়া।

আহত শাহ-আলম কবির জানিয়েছেন, তিনি বেনাপোল বাজারে কাপড়ের ব্যবসা করতেন। ছয় মাস আগে ব্যবসায় লোকসান হলে তিনি যশোর শহরের ষষ্টিতলাতে চলে আসেন। বর্তমান তিনি শহরের সাওন কম্পিউটারের কর্মচারি। তার স্ত্রী মাসুদা সুলতানা সেফা খুলনার বিএল কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। পাঁচ বছরের এক কন্যা সন্তানকে নিয়ে তার স্ত্রী খুলনায় ভাড়া বাড়িতে থাকেন। শনিবার দুপুর সাড়ে তিন টার দিকে শহ-আলম কবিরের স্ত্রী ও সন্তান ষষ্টিতলা তার ছাত্রাবাসা বেড়াতে আসেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী শিশির নিজেকে ক্ষমতাশীন দলের ছাত্র নেতা পরিচয় দিয়ে মাসুদা সুলতানা সেফার শ্লীলতাহানির চেষ্টা করে। শাহ-আলম কবির বাধাদিলে সন্ত্রাসী শিশিরের নের্তৃত্বে পাঁচ ছয় জন তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।