নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা

নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের স্বপ্নের ‘শিশুস্বর্গ’ এর দীর্ঘদিনের শিক্ষক, প্রবীণ চিত্রশিল্পী বলদেব অধিকারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে শিশুস্বর্গ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, প্রখ্যাত চিত্রশিল্পী সমীর কুমার মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ ব্যানার্জি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক শুভ সরকার, চিত্রশিল্পী নয়ন বৈদ্য এবং গোলাপ কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায়ী শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী ২০১৪ সালের ১ জানুয়ারি শিশুস্বর্গে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে এসেছেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে শিশুদের মাঝে শিল্পকলার চর্চা এবং সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান এই ‘শিশুস্বর্গ’ প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুস্বর্গে বলদেব অধিকারীর দীর্ঘদিনের অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতার কথা তুলে ধরেন। তারা বলেন, বলদেব অধিকারীর বিদায় শিশুস্বর্গের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অভিজ্ঞতা ও স্নেহ সবসময় শিশুস্বর্গের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। বিদায় বেলায় শিক্ষক বলদেব অধিকারী তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিশুস্বর্গের ভবিষ্যৎ উন্নতি কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। এক আবেগঘন পরিবেশে সকলে বলদেব অধিকারীর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।