নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে সালমান খন্দকার (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমান পার্শ্ববর্তী শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সালমান তার বন্ধুদের সাথে রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে একটি পিকনিকে অংশ নেন। রাত ৯টার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং প্রায় দুই ঘণ্টা পর আবার বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে স্থানীয় লোকজন কাউলিডাঙ্গা বিলের মধ্যে সালমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহত সালমানের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।