যশোরের কেশবপুরে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোববার উপজেলার শিকারপুর সানাপাড়া গ্রামের আবুল বাশারের ইরি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শিকারপুর সানাপাড়া গ্রামের আবুল বাশারের ইরি ধান ক্ষেতে বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের মৃত লাশ দেখে থানায় খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিকারপুর সানাপাড়া গ্রামস্থ আবুল বাশারের ধান ক্ষেত হতে একজন অজ্ঞাত মুসলিম যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মাথায় ২টি জখমের চিহ্ন রয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে শনিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে ইরি ধান ক্ষেতে ফেলে যায়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মৃত যুবকের পরিচয় উদ্ধারসহ তদন্ত অব্যহত রয়েছে বলে তিনি প্রেস রিলিজে উল্লেখ করেন।