অভয়নগর যশোর
অবশেষে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী রবিন অধিকারী ব্যাচা ফিরে পেলেন বাতিল হওয়া তার প্রার্থীতা। যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী রবিন অধিকারী ব্যাচার নিজের বাতিল হয়ে যাওয়া প্রার্থীতা ফিরে পেতে যশোর জেলা প্রশাসক বরাবর আপিল করেছিলেন কিন্তু গত রবিবার আপিলের শুনানী শেষে যশোর জেলা প্রশাসকও তার প্রার্থীতা বাতিল করে দেন।
তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপীল করেন তিনি। আপিলের শুনানী শেষে মঙ্গলবার রবিন অধিকারী ব্যাচার মনোনয়নপত্রকে বৈধ ঘোষনা করেন হাইকোর্ট। সুতরাং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করতে তার আর কোনো আইনী বাধা রইলোনা।
প্রার্থিতা ফিরে পেয়ে রবিন অধিকারী ব্যাচা বলেন, আমি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচনে অংশ গ্রহন করছি। জয় পরাজয় পরের কথা সাধারণ মানুষের পাশে থাকাটাই বড় কথা। এই নির্বাচন কোন প্রতীকের নির্বাচন না এটি জনপ্রিয়তার নির্বাচন। আমি অসহায় সাধারণ জনগণের পাশে ছিলাম থাকবো থেকে যাবো।