মণিরামপুরে আগুনে পুড়ে ৩টি দোকান ভস্মিভূত

যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাটের আমতলা মোড়ে বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ৭ লাখ টাকা।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক ইমদাদ জানাই, মোড়ের চায়ের দোকানদার জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দোকানের ফ্যানের বিদ্যুত লাইন মেরামত করে সর্বশেষ দোকান বন্ধ করে বাড়িতে যায়। আনুমানিক রাত দেড়টার দিকে ঐ দোকানে আগুন লাগে। ঐ সময় বিকট শব্দ শুনে পাশের বাসা মালিক মুকুল ব্যান্ডার ঘরের বাইরে এসেই আগুনের লেলিহান দেখতে পাই। তার আত্মচিৎকারে চারিদিক থেকে লোকজন ছুটে এসে আগুন লেভানোর চেষ্টা করে। এরই মধ্যে আগুন চারিদিক ছড়িয়ে পাশের ইমদাদের ফার্নিসারের দোকান ও মন্টুর কাঠ গোলায় আগুন লাগে।

সংবাদ পেয়ে মণিরামপুর ফাঁয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। যার ফলে পাশের দোকান গুলো আগুনের হাত থেকে বেঁচে যায।

এদিকে আগুনে পুড়ে জাহাঙ্গীরের ক্ষতি হয়েছে ফ্রিজ, কালার টিভি, ফ্যান, মুদী মালামালসহ প্রায় ২ লাখ টাকা। ইমদাদের ক্ষতি হয়েছে, ৫০ হাজার টাকা মূল্যের ফার্নিসার তৈরীর ৪টি ম্যাশিন, ১ লাখ টাকা মূল্যের ৪টি পালঙ্গ অন্যন্য মালামাল, মজুদ কাঠসহ প্রায় ৪ লাখ টাকা। মন্টুর ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার টাকার কাঠ।

এদিকে ফানিসার ব্যবসায়ী ইমদাদসহ স্থানীয়রা বলেন, আগুনের সুত্রপাত চায়ের দোকানদার জাহাঙ্গীরের দোকানের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হয়েছে।

ঘটনাস্থল পরির্দন করেছেন, চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর আকরাম হোসেন চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করেছেন।