সাংবাদিক শিমুলের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ভুঁইয়া শিমুল ভুইয়ার পিতা অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মরহুম সিরাজ উদ্দিন ভুঁইয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর শহরের ঘোপ জেল রোড এলাকার নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সামাজিক-রাজনৈতিক, সাংবাদিক সহ সকল স্তরের মানুষ অংশ নেন।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের সম্পাদক নার্গিস বেগম, প্রেসক্লাব যশোরের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, গ্রামের কাগজের সহকারী সম্পাদক মোহাম্মাদ হাকিম, জাহিদ আহম্মেদ লিটন প্রমুখ। এছাড়া কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সহ-সভাপতি জাফর সাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয়দের মধ্যে গোলাম মোর্তজা, ইব্রাহিম রেন্টু, আকতার হোসেন, কারা সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ফিরোজ আহম্মেদ।

উল্লেখ্য, গত ১২ মার্চ কিউনি জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সিরাজ উদ্দিন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।