জাতিয় শিশু দিবস উপলক্ষে বেনাপোল সানরাইজ স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা

সারাদেশের ন্যায় জাতিয় শিশু দিবস উপলক্ষে বেনাপোল সানরাইজ স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টার সময় স্কুল চত্বরে ২০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতা অংশগ্রহন করে।

দিঘিরপাড় সানরাইজ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল হক বলেন, জাতিয় শিশু দিবস উপলক্ষে আমাদের স্কুলের ৫টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহন করে। ৫টি গ্রুপের ক. বিভাগের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে আত্মসমর্পনের দৃশ্য/ মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস/ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রকৃতিক দৃশ্য, খ. বিভাগের শিক্ষার্থীরা শিশু শ্রম/ বঙ্গবন্ধুর ভাষনের দৃশ্য/ গ্রামীন জীবনের দৃশ্য, গ. বিভাগের শিক্ষাথীরা প্রাকৃতিক দৃশ্য / শহীদ মিনার/ স্মৃতি সৌধ, ঘ. বিভাগের শিক্ষার্থীরা জাতীয় পাতাকা / জাতীয় ফুল / ফুল, পাখি লতা পাতা, ঙ. বিভাগে যেমন খুশি তেমন আঁক এর পর চিত্রাংকন করে। উভয় বিভাগ থেকে তিনজন শিক্ষার্থীকে শ্রেষ্ট চিত্রাংকন প্রতিযোগি হিসাবে মোট ১৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে, এবং পুরস্কার দেওয়া হবে। বাকি শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- বেনাপোল সানরাইজ স্কুলের সভাপতি আজিম উদ্দিন গাজী, সহসভাপতি আব্দুল হক খোকন, মহিদুল ইসলাম, আখতার হোসাইন বিপ্লব প্রমুখ।