জিরোটিমের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ বিতরণ

যশোর শহরতলী পুলেরহাট চর্চা আল হাবিবুল্লাহ প্রি-ক্যাডেট টিচিং স্কুলের ৫৭ জন শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জিরো টিমের উদ্যোগে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরোটিমের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ তরফদার।

যশোর জেলা শাখার সভাপতি আল আমিন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেনসিল, রাবার, পেনসিল কার্টার, টিফিন বক্স বিতরণ করা হয়।

এসময় জিরোটিমের মাহমুদুর রহমান রঞ্জু, আমান উল্লাহ, জাহিদ ইকবাল, নিশি খাতুন, মোস্তফা বখতিয়ার, এহসান ইমন, জাহিদ হাসান, স্মিথিয়া ইসলাম, রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।