যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, সিনিয়র জেলা তথ্য অফিসার এএসএম কবীর, কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান প্রমুখ।