বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়ে গেলো যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরার যাদবপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রতিযোগীতার মঙ্গলবার ছিল সমাপনী দিন। এদিন বিকাল ৪টায় কলেজের শিক্ষানুরাগী সদস্য ও লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। প্রভাষক এনামুল কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুর রব মুন্সী, প্রভাষক লাবনী বেগম, প্রভাষক রক্তিম বিশ্বাস, যুবলীগ নেতা রিপন হোসেন, জাহাঙ্গীর মহুরী, ছাত্রলীগের আব্দুর রহমান প্রমুখ।