প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

গত ১৭ মার্চ ২০১৯ তারিখে ওয়ান নিউজ বিডিতে “যশোর গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন যশোর গণপূর্ত অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী আশিষ ডি কস্তা।

তিনি বলেন, অফিস সহকারী পরিতোষ কুমার রায় দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। সেই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ ২০১৯ তারিখে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাছাড়া সরকারী কাজের স্বার্থে তাকে গত প্রায় এক মাস পূর্বে গণপূর্ত উপবিভাগ-১ হতে গণপূর্ত ই/এম উপ-বিভাগে বদলি করা হয়েছে। কোন স্বার্থান্বেষী মহল তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ হয়ে অতিরঞ্জিত ও ভুল ব্যাখ্যা দিয়ে এবং বিকৃত করে স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা পরিতোষের আত্বার শান্তি কামনা করছি এবং তার পরিবারকে সকল দাপ্তরিক সহযোগীতা প্রদানে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

প্রতিবেদকের বক্তব্য: মৃত. পরিতোষ কুমার রায়ের পরিবারের সাথে কথা বলে এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও ছাপা হয়েছে। ওই বক্তব্যে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।