মাগুরার এক কেন্দ্রে ১৫ মিনিট পরে লিখিত পরীক্ষার খাতা বিতরণ

এইচএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে যশোর শিক্ষাবোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ১৫৬ জন।
এদিকে, মাগুরার শত্রুজিতপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক রুমে ১৫ মিনিট পরে লিখিত পরীক্ষার খাতা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানায়, শত্রুজিতপুর কলেজ কেন্দ্রের পরীক্ষা শত্রুজিতপুর কলেজ ও শত্রুজিতপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় এই দুটি ভেন্যুতে নেয়া হয়। কিন্তু কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক নম্বর রুমে ১৫ মিনিট পরে লিখিত পরীক্ষার খাতা দেয়া হয়। এ রুমে যথা সময়ে নৈব্যক্তিক পরীক্ষার খাতা দেয়া হয়। আর নৈব্যক্তিক পরীক্ষা শেষে ১৫ মিনিট পরে লিখিত পরীক্ষার খাতা দেয়া হয়। ভুক্তভোগী পরীক্ষার্থীরা ১৫ মিনিট সময় বাড়ানোর দাবি জানালেও শিক্ষকরা সময় বৃদ্ধি করেননি।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষার্থীদের ক্ষতি করলে কোন শিক্ষক-কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না। অভিযোগটি প্রমানিত হলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বাংলা প্রথমপত্রে যশোর শিক্ষাবোর্ডে ৯৫ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী ছিল। তারমধ্যে ৯৪ হাজার ২৩৮ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ১ হাজার ১৫৬ জন অনুপস্থিত ছিল। নড়াইলের নবগঙ্গা-৪১২ নং কেন্দ্রে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ২০৫, বাগেরহাটে ৭৪, সাতক্ষীরায় ১০৩, কুষ্টিয়ায় ১৩৮, চুয়াডাঙ্গায় ৮২, মেহেরপুরে ৪৪, যশোরে ২০৬, নড়াইলে ৬৪, ঝিনাইদহে ১৭৩ ও মাগুরায় ৬৭ জন রয়েছে।