রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য আন্তর্জাতিক নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চান কিম।
বৃহস্পতিবার পুতিন ও কিমের মধ্যকার প্রথম বৈঠকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। খবর বিবিসির।
এদিকে এ বৈঠকের প্রশংসা করেছেন কিম। তিনি বলেন, একে অপরের মধ্যে ভাব প্রকাশের অর্থবহ আলোচনা হয়েছে।
চলতি বছরের প্রথম দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন কিম। কিন্তু তাদের বৈঠক কোনো সমঝোতায় পৌঁছানোর আগেই ভেস্তে যায়।
এই শীর্ষ বৈঠকে পুতিন ও কিম দুই দেশের দীর্ঘদিনের মৈত্রী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবারের বৈঠকে রুশ প্রেসিডেন্ট কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমাতে সহায়তা করারও প্রতিশ্রুতি দেন।
প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে পুতিন বলেন, আমি কোরীয় উপদ্বীপ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ চাই। কিন্তু অবশ্যই সেটা হতে হবে আন্তর্জাতিক আইন মেনে। আর পরমাণু কর্মসূচি বন্ধের জন্য আন্তর্জাতিক নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন কিম।
এর আগে ২০০২ সালে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উত্তর কোরিয়ার সাবেক নেতা কিমের বাবা কিম জং ইল।