ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ আহম্মেদ জনি ও সাধারণ সম্পাদক পার্থ কুমার ঘোষকে সংগঠনের ২২(ক) ধারা মোতাবেক নৈতিকতা বিরোধী অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কারণে স্মারক নং ০১/১৯/তারিখ ০৬/০৫/২০১৯ ইং সোমবার ঝিনাইদহ সদর উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ্ ইব্রাহীম খলিল রাজা ও যুগ্ম-আহবায়ক হারুনুর রশীদ সাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সংবাদ সোমবার সন্ধা ৭ টাই বিষয়খালী বাজারে এসে পৌঁছালে মহারাজপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ পুলিশের কথিত দালাল, মাদক ব্যবসায়ী, অস্ত্র ধারী সন্ত্রাসীর হাত থেকে ইউনিয়নবাসীদের রক্ষা করাই সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও যুগ্ম-আহবায়কে অভিনন্দন জানিয়ে বিষয়খালী বাজারে এক বিরাট আনন্দ মিছিল করেছে ইউনিয়নবাসী।