অভয়নগর যশোর
যশোরের অভয়নগর-নওয়াপাড়া ট্রাক ট্রান্সেপোর্ট শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের মাঝে রমজান উপলক্ষে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের অফিসে নের্তৃবৃন্দ অনুদান বাবদ নগদ টাকা তুলে দেন।
অনুদানের অর্থ গ্রহীতরা হলেন, মৃত পীর মোহম্মদ গাজীর স্ত্রী হালিমা বেগম, টুলু হোসেনের স্ত্রী সাবিনা খাতুন ও লিটন শেখের পুত্রবধূ শান্তা খাতুন। এসকল পরিবারের মাঝে নগদ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বাঘা, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বিশ্বাস, কোষাধ্যক্ষ শেখ আলাউদ্দিন সহ সভাপতি ফারুক আল নূর, যুগ্ম সম্পাদক আমির আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক শেখ আব্দুল রশিদ, দপ্তর সম্পাদক মোল্যা হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, যশোর জেলা মটর ওয়ার্ক এসোসিয়েশনের নওয়পাড়া শাখার সভপতি শেখ আব্দুল ওহাব প্রমুখ।