কৃষকের নিকট থেকে সরাসরি ধান কেনার দাবিতে অভয়নগর ছাত্রদলের বিবৃতি

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছে যশোরের অভয়নগর থানা ছাত্রদল।

এক প্রেস বার্তায় নের্তৃবৃন্দ জানান, ধান চাষ, কীটনাশক প্রয়োগ, সেচ দেওয়া ধান মাড়াই ও দিন মুজুর সংগ্রহ করতে গিয়ে কৃষকের মণপ্রতি ব্যয় হচ্ছে ১০০০ টাকার উর্দ্ধে। অথচ সেই ধান পাইকারদের নিকট ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। সরকার প্রতিমন ধানের দাম বেধে দিয়েছে ১০৪০ টাকা। কিন্তু ধান সংগ্রহ করা হচ্ছে মিল মালিক ও মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে। অথচ কৃষক কষ্ট করে যে ফসল ফলাচ্ছে লোকসানের বোঝা তাদেরই টানতে হচ্ছে। কৃষক কতটুকু জমি চাষাবাদ করেছে ব্লক সুপারভাইজারেরা পূর্বেই তদন্ত করে প্রমান পত্র কৃষকের বাড়িতে পৌছে না দেওয়ায় সরকারী ধার্যকৃত দামে ধান বিক্রি করতে বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হতে হচ্ছে। তাই কৃষকদের বাঁচাতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিবৃতিদাতারা হলেন- অভয়নগর থানা কমিটির সভাপতি ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. হাবিবুর রহমান হাবিব, নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি আসাদুজ্জামান জনি, থানা কমিটির সাধারন সম্পাদক বাকীউজ্জামান রানা, পৌর সাধারন সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পী, ছাত্রদল নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয় কমিটির সভাপাত আবুল কাশেম, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।