সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) ইফতার ও দোয়া মাহফিল আগামী ২৯ মে বুধবার ২৩ রমজান প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হবে। ওই দিন সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থেকে অনুষ্ঠানের শরীক হওয়ার জন্য আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি শহিদ জয় ও সাধারন সম্পাদক আকরামুজ্জামান।
উল্লেখ্য, গত ২২ মে সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় আগামী ২৮ রমজান ইফতার ও দোয়া মাহফিলের সিন্ধান্ত গৃহীত হয়েছিল। অনিবার্যকারণ;বশত সেই তারিখ পরিবর্তন করে ২৯ মে বুধবার ২৩ রমজান নির্ধারন করা হয়েছে।