অভয়নগর যশোর
যশোরের নওয়াপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-র্নিবাচনের প্রচার প্রচারনা জমে উঠেছে। আগামী ২৪ জুন নওয়াপাড়া মডেল কলেজ ও আলহেলাল একাডেমি স্কুলে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬জন প্রার্থী।
র্নিবাচনী প্রচারে শনিবার দিন ব্যাপি ব্যস্ত সময় পার করেন উটপাখি প্রতীকের প্রাথী আব্দুস সালাম শেখ। তিনি সকালে বেঙ্গল গেট, মডের কলেজ মোড়, নতুন মাছের আড়ত পটি হয়ে বৌ-বাজারে গণ-সংযোগ শেষ করেন। গণ-সংযোগ দলীয় নেতা-কর্মী সহ স্থানীয় ভোটার সর্মথক গন অংশ গ্রহণ করেন। কাউন্সিলর পদ প্রার্থী আব্দুস সালাম ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করেন। আওয়ামী লীগের বিভিন্ন আন্দলোনে তার জোড়ালে ভুমিকা রাখতে দেখা যায়। তিনি ওয়ার্ড বাসির কাছে একজন প্রিয় মানুষ হিসাবে পরিচিত।
আব্দুস সালম এই প্রতিবেদক কে বলেন, আমি র্নিবাচিত হয়ে ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস, বাঁদাবাজি, বাল্যবিবাহ সহ সকল অন্যায় অপকর্ম বন্দ করে দেশ-রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতকে শক্তি শালি করবো।