যশোরের হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি জাবেদকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাবেদ শহরতলী ঝুমঝুমপুর এলাকার চাঁন কসাইয়ের ছেলে।
যশোর কোতয়ালী মডেল থানার এএসআই মোল্লা শফিকুজ্জামান জানান, জাবেদ একজন কুখ্যাত সন্ত্রাসী। তার নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রলীগ নেতা রিয়াদ হত্যা, র্যাবের গাড়িতে বোমা হামলা, অস্ত্র ও কোকেনসহ এক ডজন মামলা রয়েছে। তার নামে ওয়ারেন্ট থাকায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।