গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ

গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশব্যাপী খুন, ধর্ষণ বন্ধের দাবিতে বাংলাদেশ ইসলামি আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম।

এসময় বক্তব্য রাখেন সেক্রেটারী মাওলানা শোয়াইব হোসেন, প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খোকা প্রমুখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের ৮ উপজেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে আলহাজ্ব মিয়া আব্দুল হালিম বলেন, ‘বর্তমান দেশে খুন, গুম, ধর্ষণ রাহাজানি যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে দেশবাসী উদ্বিগ্ন। বাংলাদেশ একটি উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের বৈষম্যহীনভাবে মৈত্রীত্ব নিয়ে বসবাস করে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র এ দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাই। যদি এ দেশে মুসলমানদের সংবিধানের কুরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে জাতি ধর্ম বর্ণসহ সকল মানুষের ন্যায্য অধিকার তথা শান্তি নিরাপত্তার দৃষ্টি স্থাপন করবে।’