কোটচাঁদপুরে কপোতাক্ষ হজ্ব গ্রুপের হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল

কপোতাক্ষ হজ্ব গ্রুপের উদ্যোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে হাজীদের হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এই হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ মহসিন আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ আওয়ামী লীগের কোটচাঁদপুর উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক শাজাহান আলী, বিএনপি নেতা আহমদ আলী, ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড তোফাজ্জল হোসেন, কোটচাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল হোসেন সাথী, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, কোটচাঁদপুর মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক শরিফুজ্জামান তুহিন, দামুড়হুদা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন কপোতাক্ষ হজ্ব গ্রুপের পরিচালক এস এম সাখাওয়াত হুসাইন।