যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল ও বোধখানা মহিলা মাদ্রাসায় পৃথক দূর্নীতি প্রতিরোধ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে দূর্নীতি প্রতিরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জিল্লুর রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক উপস্থিত ছিলেন।
অপরদিকে সোমবার বিকালে বোধখানা মহিলা মাদ্রাসার সভাপতি সাইফুল রহমান সাইফের সভাপতিত্বে মাদ্রাসায় প্রাজ্ঞনে পৃথক দূর্নীতি প্রতিরোধ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাজান আলী মোড়ল, বোধখানা হাইস্কুলের প্রধান শিক্ষক একরাম উল্লাহ স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সহ-সভাপতি মাহাবুবুর রহমান দুলাল, ইউপি সদস্য মোখলেছুর রহমান প্রমূখ।