এ্যাকশান টু প্রজেক্ট রাইটস অফ ওমেন এন্ড গাল্স বিষয়ক উপজেলা পর্যায়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে বেসরকারী উন্নয়ন সংস্থ্যা দীপ্তি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের নির্বাহী পরিচালক বেগম আফরোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির কক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, দিপ্ত ফাউন্ডেশনের উপ-পরিচালক তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন, সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়হিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিকরগাছাসদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, গদখালী ইউপি চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মনির, প্রকল্পের ম্যানেজার বিশ্বজিৎ কুমার সেন, প্রকল্প সমন্বয়কারী সুমনা আক্তার, দীপ্তি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জান্নাতুল ফেরদৌসসহ দূ’ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ ও এসএসজি গ্রপ সদস্যবৃন্দ।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন, ইফটিজিং, বাল্য বিবাহ বন্ধ, যৌন হয়রানী বন্ধে বিস্তার আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।