ঝিনাইদহের শৈলকুপায় আনন্দনগর গ্রামের মাঠে মঙ্গলবার বিকেলে বজ্রপাতে দু’জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার খৈইরাট গ্রামের তাহের প্রমানিকের ছেলে খাইরুল ইসলাম (৩৫) একই গ্রামের নবা প্রমানিকের ছেলে নিজাম উদ্দিন।
তমালতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে আনন্দনগর গ্রামের মাঠে ২ জন শ্রমিক কাজ করছিল। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।