বেনাপোল এক্সপ্রেস’র ঝিকরগাছায় স্টোপেজের দাবিতে মানববন্ধন

বেনাপোল-ঢাকা আন্তঃনগর বিরতিহীন ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’র ‍ঝিকরগাছায় স্টোপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ঝিকরগাছা রেলওয়ে স্ট্রেশনের প্লাটফর্মের দূ’পাশে শুরু হওয়া মানববন্ধ চলে প্রায় ২ ঘন্টা। দুপুর ২টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধনী ট্রেন ঝিকরগাছা স্ট্রেশন ছেড়ে গেলে মানববন্ধন শেষ হয়।

এসময় ঝিকরগাছা স্টোপেজের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে মানববন্ধনকারীরা। বেসরকারী সংস্থা সেবার আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে, ঝিকরগাছা বাজার ব্যবসায়ী সমিতি, কাচাঁ বাজার সমিতি, ফল ব্যবসায়ী সমিতি, কলেরগান সংগীত একাডেমী, বস্ত্র ব্যবসায়ী সমিতি, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি, মুদিখানা মালিক ও ব্যবসায়ী সমিতি, সেবক যশোর জেলা শাখাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।