ঝিকরগাছায় সরকারি বরাদ্দকৃত ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের বাস্তবায়নে যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রথমধাপে ২১টি বাড়ি নির্মান কাজ শুরু হয়েছে। ২ শকত জমির উপর ২ লক্ষ ৫৮হাজার ৫ শত ৩১ টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি তৈরি হবে।

রোববার (২৮ জুলাই) পৌরসদরের কৃষ্ণনগরে গৃহহীন মেজবা উদ্দীন বাবুর স্ত্রী অসহায় বিধাব আছিয়া বেগমের নামে সরকারিভাবে বরাদ্দকৃত ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আবদুল্লাহ বায়েজিদ, উপজেলা যুবলীগের সদস্য শামীম রেজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমাইল হোসেন বাবু, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, পৌর কাউন্সিলরগণ প্রমূখ।