যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে তৃতীয়বার সভাপতি হলেন মিঠু

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে (ডিএফএ) টানা তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মিঠু এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান ডাবলু।

রবিবার প্রেসক্লাব যশোরের দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে আসাদুজ্জামান মিঠু ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শেখ শামস-উল-বারী শিমুল ১ ভোট পেয়েছেন। আর কোষাধ্যক্ষ পদে মফিজুর রহমান ডাবলু ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শেখ শাজাহান রনি পেয়েছেন ১ ভোট। নির্বাচনে ৩০জন ভোটারের মধ্যে ২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল মান্নান ও মঈনুর জহুর মুকুল, নির্বাহী সদস্য পদে সৈয়দ তৌফিক জাহান, আলমগীর সিদ্দিকী, মেহেদী হাসান, সাব্বির আহমেদ পলাশ, আব্দুর রশিদ মোল্লা, ওয়াহেদুজ্জামান, রওশন আরা রাশু, রফিউজ্জামান ও আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শফিউর রহমান মোহনের নেতৃত্বে নির্বাচন কমিশনে দায়িত্ব ছিলেন ইফতেখার আলম, আবুল বাসার মুকুল, ইমরুল হোসেন ও আবুল কালাম আজাদ।