ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে পুলিশের উপর ছুরি নিয়ে হামলার পর গুলিবিদ্ধ অবস্থায় মামুনুর রহমান (২৮) ও জেবুল হোসেন (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পৌর এলাকার মথুরাপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। সেসময় অভিনব কায়দায় শরীরে প্যাচানো ও মোটরসাইকেলের মধ্যে লুকানো ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মামুনার রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও জেবুল হোসেন একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। খবর পেয়ে তিনি ডিবি ও থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। তখন চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ গামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাসী শুরু করলে আরোহী ২ জন ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের শরীরে অভিনব কায়দায় প্যাচানো ৩২ বোতল ও মোটরসাইকেলের মধ্যে লুকানো ৩৪ বোতলসহ মোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।