যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় নুরুল হক (৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার মাহমুদকাটি গ্রামের আব্দুল হকের ছেলে।
নিহতের ছেলে সুমনসহ স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার আগে যাত্রী নিয়ে মণিরামপুর বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের কদমবাড়ীয়া দাখিল মাদরাসার নিকটে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল ভ্যানে ধাক্কা দিলে তিনি (চালক) পাকা রাস্তার ওপর পড়ে যান। এসময় তার মাথার পেছনের অংশ রক্তাক্ত যখম হয়। দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসরা। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য তায়জেল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।