বেনাপোলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে এক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে অপরাধে সংগ্রাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

ধর্ষক সংগ্রাম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মনির হোসেনের ছেলে।

জানা যায়, সম্প্রতি প্রতিবন্ধী এক তরুনীকে ফুসলিয়ে ওই যুবক ধর্ষণ করে। এরপর ওই পরিবার গত শনিবার (৫/১০/১৯) সংগ্রামের নামে ধর্ষণের মামলা করে বেনাপোল পোর্ট থানায়।

এদিকে ভুক্তভোগি পরিবার জানায়, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার পর এলাকায় জানাজানি হলে সম্রাট আমাদের পরিবারকে হুমকি দেয় যাতে মামলা না করা হয়। এরপর সে দাবি করে তাকে ১০ লাখ টাকা যৌতুক দিলে সে তাকে বিয়ে করবে। এরপর ওই তরুনীর পরিবার আইনের আশ্রয় নেওয়ার পর পুলিশ রোববার ধর্ষক সম্রাটকে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর ওই যুবককে আটক করা হয়েছে। আমরা ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য যশোর মেডিকেলে পাঠিয়েছি।