যশোরে যৌতুক মামলায় একজনের দন্ড

যশোরে যৌতুক মামলায় কামরুজ্জামান নামে এক ব্যক্তির এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুসা।

সোমবার আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। কামরুজ্জামান বারান্দীপাড়া কদমতলা এলাকার বাসিন্দা এবং কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

২০০৭ সালে ৬ এপ্রিল স্ত্রী একই এলাকার আব্দুল আজিজের মেয়ে আছিয়া খাতুন আসামিসহ তার বাবা আব্দুল মজিদ, মা মর্জিনা ও একই এলাকার মোজাফফরের নামে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করেন, ২০০৩ সালে তার বিয়ে হয়। বিয়ের সময় আসামির পরিবার ৫০ হাজার টাকার মালামাল দেয়। কয়েকদিনের মাথায় আসামি ২৫ হাজার টাকা যৌতুক দাবি করে কামরুজ্জামান। টাকা না পেয়ে মারধর ও নির্যাতন করতে থাকে। একপর্যায় আছিয়ার বাবা সমিতির থেকে লোন তুলে ১৫ হাজার টাকা কামরুজ্জামানের হাতে দেয়। ১০ হাজার টাকা কম দেয়ায় আবার নির্যাতন করতে থাকে। এক পর্যায় ২০১৭ সালের ১৭ মার্চ আছিয়ার রক্তাক্ত জখম করে। পরে থানায় মামলা করেন।

রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এম ইদ্রিস আলী।