ঝিনাইদহে মানবতাবিরোধী অপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশিদ মিয়া ও কোলা গ্রামের সাহেব আলী মালিতা।

জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ”সোমবার দুপুরে ডাকবাংলা বাজার থেকে চেয়ারম্যান রশিদ ও গ্রামের বাড়ি থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশ সুপার বলেন, ২০১৯ সালের এক মামলায় মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ আনা হয়েছে রশিদ ও সাহেব আলীর বিরুদ্ধে। আর্ন্তজাতিক আপরাধ ট্রাইবুনাল আদালতের তদন্ত দল অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেয়। পরে ওই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ জানান, চেয়ারম্যান রশিদ দীর্ঘদিন ধরে হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। গত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হন।