যশোরে তৃতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে যৌননিপীড়ন, শিক্ষক আটক

যশোর সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদরাসার শিক্ষক রকিব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

রকিব উদ্দিন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে জানা গেছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

জানা গেছে, গত শনিবার ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক রকিব মাদ্রাসার একটি কক্ষে শিশুটিকে যৌন নিপিড়ন করেন। বিষয়টি জানার পর শিশুটির মা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে কৈফিয়ত চান। ওই ঘটনায় সোমবার সালিশি বৈঠকে রাকিব ঘটনা স্বীকার করেন। বিকেলে পুলিশ তাকে আটক করে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুর শ্লীলতাহানির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে মাদরাসার শিক্ষক রাকিব উদ্দিনকে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।