সাবেক মুক্তিযোদ্ধা যশোর জেলা কমান্ডার রাজেক আহম্মেদের বিরুদ্ধে আরেক মুক্তিযোদ্ধা থানায় জিডি করেছেন। যার জিডি নং-১৬৭৭। রাজেক আহম্মেদ ঘোপ সেন্ট্রাল রোডের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে। জিডি করেছেন ইছালী গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মুক্তিযোদ্ধা বাবর আলী।
জিডিতে উল্লেখ করা হয়েছে, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কামারগোন্না গ্রামের মোজাহার আলীকে অমুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে মাননীয় মন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ প্রদান করেন একটি চক্র। বিষয়টি নিয়ে যাচাই বাছায়ের জন্য স্বাক্ষী হিসেবে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার কাছে চিঠি প্রদান করেন। বুধবার তার মোজাহার আলীর পক্ষে স্বাক্ষী দিতে হাজির হওয়ার কথা ছিলো। সকালে স্বাক্ষীদিতে না যাওয়ার জন্য রাজেক আহম্মেদ তার মোবাইলে ফোন করে নানা ধরনের হুমকি দেন। মুক্তিযোদ্ধা থেকে বাদীর নামও কাটা হবে বলে হুসিয়ারি করেন। এমতাবস্তায় বাবর আলী ও তার পরিবারকে মারপিট, খুন জখম ও মিথ্যা মামলা সহ যেকোনো ধরনের ক্ষতির আশাংকা করে থানায় জিডি করেন তিনি।