ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ’র উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসুচি পালন করা হয়।

এসময় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষিকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।