যশোর-চুকনগর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী হতাহত হয়েছে।
যশোরের কেশবপুর ফিলিং স্টেশন এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান (৩০) কেশবপুর উপজেলার দেউলী গ্রামের নিছারউদ্দিনের ছেলে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরহী আওয়ামী লীগ নেতা ও মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম (৬২)। তিনি উপজেলার দেউলী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মাসুম বিল্লাহ জানান, আবদুল হান্নান ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত শহীদুল ইসলামকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই নাজিম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।