যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি মাছ ধরার নৌকা ও ছয়টি বড় জাল। ক্ষতিগ্রস্ত মিন্টু বিশ্বাস,এলাকার মৃত আদিত্য কুমার বিশ্বাসের পুত্র। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভুক্তভোগী মিন্টু বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি তার ব্যবহৃত মাছ ধরার নৌকা ও জাল বাড়ির পাশেই রাখা অবস্থায় রেখে ঘুমাতে যান। গভীর রাতে হঠাৎ আগুন লাগার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পান, দুটি নৌকা ও ছয়টি মাছ ধরার জাল দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনায় তিনি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান মিন্টু বিশ্বাস। মাছ ধরাই ছিল তাঁর একমাত্র জীবিকা। আগুনে সম্পূর্ণ রুজি-রোজগারের পথ ধ্বংস হয়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা।
স্থানীয়রা ধারণা করছেন, এটি পূর্ব-পরিকল্পিত কোন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড হতে পারে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনও জানা যায়নি। এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।