যশোরের নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহাকাল আলিপুর গ্রামবাসির উদ্দ্যেগে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯মার্চ) সকালে আলিপুর গ্রামে যাতায়াত করারা রাস্তা দু’ধারে স্থানীয় শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশ গ্রহন করেন।
গ্রামে যাতায়াত করারা একমাত্র রাস্তায় ভারি যানবাহন চলাচল করার করনে বছরের অধিক সময় চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এই রাস্তার শেষ প্রান্তে ভৈরব নদির পাড় ঘেসে এআর সিমেন্ট মিল, মক্কা সিমেন্ট মিলের ও বিভিন্ন প্রতিষ্ঠানের কয়লা ড্যাপ থাকায় সকাল থেকে গভিররাত পর্যন্ত লোড আনলোডের কাজ চলে, এতে ধুলাবালি বাতাসে মিশে পরিবেশ সহ মানবদেহের চরম ক্ষতি করে। অনেক সময় রাস্তার উপরে লোড ট্রাক থাকায় স্কুল, কলেজ সহ অফিসগামী মানুষকে পোহাতে হয় চরমদূর্ভোগ।
মানববন্ধুনে অংশ কারি গ্রামবাসী মোফাজ্জেল হোসেন, মোশারফ হোসেন, আসাদুরজ্জামান, শিশির কুন্ড, গৌতম কুন্ড, ইমান আলী মোড়ল বলেন, আমাদের গ্রামের একমাত্র রাস্তাটি মিল ও কয়লার লোডের ভারি গাড়ি চলাচলের ফলে রাস্তার উপরে বড় বড় গরতের সৃষ্টি হয়েছে। অনেক সময় গাড়ি নষ্টো হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ হয়ে পড়ে থাকে বাজার ঘাট নিয়ে মাথায় করে বাড়ি ফিরতে হয়।