যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার নিয়ন্ত্রণে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া ও চেঙ্গুটিয়া বাজারে অভিযান চালিয়ে ৯টি নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকানীকে ১৩ হাজার ৪শ টাকা জরিমানা করে তা আদায় করেন।
যেসকল দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়, উপজেলার চেঙ্গুটিয়া বাজারের পাল ষ্টোর ১হাজার টাকা , জননী ষ্টোর ১হাজার টাকা, দিপক ভ্যারাইটিজ ষ্টোর ১হাজার টাকা, জয়া ষ্টোর ১হাজার টাকা এছাড়া দুপুরে নওয়াপাড়া বাজারের পাইকারি চাল ব্যবসায়ী আবেদা এন্টারপ্রাইজের মালিক মানিক বিশ্বাস এর দোকানে মূল্যা তালিকা না থাকায় ১হাজার টাকা, চাল ব্যবসায়ী করিম ট্রেডিং এর মালিক এম এম করিম কে মূল্য তালিকা না থাকা ও লাইসেন্স নবায়ন না থাকার করনে ৩ হাজার টাকা, ভোক্তার অভিযোগের ভিত্তিতে স্টেশনারী দোকান তারা ষ্টোর হ্যান্ড ওয়াশের দাম বেশি নেওয়ার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, নওয়াপাড়া কাচা বাজারে তরকারি বিক্রেতা নজরুল ইসলাম ও কামাল হোসেনকে মূল্য তালিকা না থাকায় উভয়কে ২শ টাকা জরিমানা করে তা আদায় করেন।
- আরো পড়ুন