যশোরে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

যশোর জেলায় তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ৩ টায় জেলা পুলিশ অফিসের নতুন ভবন চত্বরে উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে জেলা পুলিশের তত্বাবধানে এখাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন অতিরিক্ত পুলিশ মোহাম্মদ সালাউদ্দিন শিকদার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ অপু সরোয়ার, সদও ফাড়ির ইন্সপেক্টও তুষার মন্ডল প্রমুখ।

খাদ্য সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন বলেন, নোভেল করোনা ভাইরাসের জন্য সারা দেশে সৃষ্ট চলমান লকডাউনের জন্য যে সকল খেটে খাওয়া গরীব অসহায় দিনমজুরদের স্বাভাবিক জীবন-যাপন থেমে যাচ্ছে তাদের পাশে থেকে আমরা যশোর জেলা পুলিশ বিভিন্ন ভাবে সাহার্য্য সহযোগিতা করে যাচ্ছি।

অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের ৪০ জন সদস্যের প্রতিজনকে ১৪ কেজি চাল, ৪ কেজি ডাল, ৪ লিটার তেল ও দুকেজি করে লবন প্রদান করা হয়। এর একদিন আগে ২৯ মার্চ রাতে জেলা পুলিশের পক্ষ থেকে খেটে খাওয়া দিন মজুরদের ৩ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।