যশোর ডিবি পুলিশ বুধবার সন্ধ্যা রাতে সদর উপজেলার বিরামপুর কালিতলা পাড়া এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ওই এলাকার মৃত কেদার চন্দ্র অধিকারীর ছেলে শ্রী দুলাল চন্দ্র অধিকারী ও একই এলাকার মৃত রামচন্দ্র মন্ডলের ছেলে শ্রী পরিমল চন্দ্র মন্ডল।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সূত্রগুলো জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ডিবি’র একটি টিম সদর উপজেলার বিরামপুর কালীতলা পাড়া এলাকার শ্রী দুলাল চন্দ্র অধিকারীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল চন্দ্র অধিকারী ও সেখানে থাকা পরিমল চন্দ্র মন্ডল দ্রুত পালানোর চেষ্টা করে। পরে দুলাল চন্দ্র অধিকারীর লুঙ্গীর কোচর থেকে ৩শ’ গ্রাম গাঁজা ও পরিমল চন্দ্র মন্ডলের দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের দু’জনকে আদালতে সোপর্দ করে।
- আরো পড়ুন