যশোরে এমপি নাবিলের পক্ষে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা

যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় যশোর জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে শহরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

৩১ মার্চ রাতে যশোর শহরের রেল স্টেশনসহ আশপাশের এলাকায় অতিদরিদ্রদের মধ্যে এ খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় সেখানে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, মেহেদি হাসান মিন্টু, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, লুৎফুল কবীর বিজু, ফয়সাল খান, যবিপ্রবির শহীদ মসিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব কুমার দে শান্তসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপ্লব কুমার দে শান্ত বলেন, ‘গত তিনদিন ধরে আমরা শহরের পূর্ব বারান্দীপাড়া, ঘোপ, বেজপাড়া, কাজীপাড়া, রেলস্টেশন, মহিলা কলেজ রোড, পশ্চিম বারান্দীপাড়া, মণিহার সংলগ্ন খুলনা স্ট্যান্ড প্রভৃতি এলাকায় হতদরিদ্র ও খেটে খাওয়া অসহায় মানুষের মধ্যে তিন শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বিতরণ করা খাবারের প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, সাবান ইত্যাদি ছিল।’