যশোরে ৯ ব্যক্তিকে জরিমানা

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধ, বাজার মনিটরিং এবং সার্বিক আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করে ৯জনকে জরিমানা করে তা আদায় করেছে।

র‌্যাব-৬ সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যশোর নিউ মার্কেট মোড়, খাজুরা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় তুহিন নামক একজনকে ১৫০, সবুজকে ১০০, শরিফুল ইসলামকে ৫০০, আনছারকে ১ হাজার, হায়দার আলীকে ৫০০, মুখলেছুর রহমানকে ৫০০, সাকিবকে ১ হাজার , ইমরানকে ৫০০ ও সুমনকে ২০০ টাকা জরিমানা ধার্য্য করে।

উল্লেখিতদের দন্ড বিধি আইন ১৮৬০ সালের ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা করেন। উক্ত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।